প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ইং উপলক্ষে উপজেলার সকল দপ্তরের প্রধানগণ, সকল এনজিও কর্মকর্তা ও সাধারন মানুষকে নিয়ে পৃথকভাবে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
” দেশের চাবি আপনার হাতে “এই প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ইং উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ জানুয়ারী রোজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে জগন্নাথপুর উপজেলার সকল দপ্তরের প্রধান কর্মকর্তাদের উপস্থিতিতে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ বক্তব্যে সরকারি চিঠিপত্রে গণভোটের লোগো ব্যবহার, সকল অফিসে গণভোটের ব্যানার টানানো, অফিস সংশ্লিষ্ট সকল সভা,উঠান বৈঠক, মাঠ কার্যক্রমে সাধারণ মানুষকে গণভোট বিষয়ে অবহিত ও প্রস্তাব সমূহ সহজবোধ্য করার দিক নির্দেশনা প্রদান করেছেন। এসময় উপজেলার সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়াও দুপুর ১২ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে উপজেলা পরিষদ এর হলরুমে জগন্নাথপুর উপজেলায় অবস্থিত সকল এনজিও কর্মকর্তাগণকে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ইং উপলক্ষে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় সাধারণ মানুষকে গণভোট সম্পর্কে অবহিত করার জন্য এনজিও কর্মকর্তাদের নির্দেশনা প্রধান করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest