আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রানীগঞ্জ বাজারে রিফাত শোরুম এর শুভ উদ্বোধন

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৬

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রানীগঞ্জ বাজারে রিফাত শোরুম এর শুভ উদ্বোধন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রাচীন নদীবন্দর ও মুক্তিযোদ্ধের স্মৃতি বিজড়িত রানীগঞ্জ বাজারে উদ্বোধন হলো নতুন লাইফস্টাইল ব্র্যান্ড রিফাত শোরুম।
শুক্রবার (২জানুয়ারী) বাদ জুম্মা তোতা মিয়া কমপ্লেক্স ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিফাত এন্ড কোং স্বত্বাধিকারী ও ব্যবস্থপনা পরিচালক আব্দুল্লাহ সিদ্দিকী শুভ। এ সময় রিফাত এন্ড কোং জেনারেল ম্যানেজার শেখ মিজানুর রহমান, হেড অব মার্কেটিং ইমন খন্দকার, ম্যানেজার বেলাল আহমদ, মাহবুব আলম রিয়াজ, আবু তালিব সহ রিফাত এন্ড কোং কর্মকর্তারা। এ সময় রিফাত এন্ড কোং স্বত্তাধিকারি ও ব্যবস্থপনা পরিচালক আব্দুল্লাহ সিদ্দিকী শুভ বলেন, আমাদের অন্য এলাকার ন্যায় এখানে নতুন এই শোরুমে পাওয়া যাবে আধুনিক ফ্যাশন ও লাইফস্টাইলের সব লেটেস্ট কালেকশন। আমাদের কোম্পানীর নিত্য নতুন এক বিশাল সমাহার রাখা হয়েছে এখানে। শোরুমের নান্দনিক ইন্টেরিয়র এবং চমৎকার পরিবেশ ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলবে। উদ্বোধনী অনুষ্ঠানে রিফাত শোরুম এর স্বত্বাধিকারী মো. নুরুজ্জামান নুর, আব্দুল হামিদ, জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সেক্রেটারী গোলাম সারোয়ার, রানীগঞ্জ বাজার ব্যবসায়ী আবুল কাশেম, মিছলুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোরুমের স্বত্বাধিকারী আবুল হামিদ বলেন, “আমরা সব সময় গুণগত মান এবং আধুনিক ডিজাইনকে প্রাধান্য দেই। আশা করছি, আমাদের এই নতুন শোরুমটি এলাকার ক্রেতাদের চাহিদা পূরণ করতে সক্ষম হবে এবং আমরা তাদের সেরা সেবা দিতে পারব। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং আগত অতিথিদের আপ্যায়িত করা হয়। আজ থেকেই শোরুমটি সর্বসাধারণের কেনাকাটার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ