জগন্নাথপুরে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬

জগন্নাথপুরে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
স্বনামধন্য দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার এক যুগে পদার্পণ উপলক্ষে এই পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়ার আয়োজনে ১লা জানুয়ারী এক বিশাল র‍্যালী জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে ফিরে এসে পথসভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার রুহুল আমিন, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির ফরিদী, জগন্নাথপুর রিপোর্টার ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু, যুবদল নেতা সুহেল হোসাইন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি রুবেল আহমদ খোকন, সাংগঠনিক সম্পাদক মুস্তাকিম বিল্লাহ প্রমূখ।
এতে প্রবীণ মুরব্বি সুন্দর আলী, জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো.ছইল মিয়া, সালামত আলী, মৎস্যজীবি নেতা মনোরঞ্জন দাস, সাংবাদিক আমিনুল হক সিপন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের মহিলা সম্পাদক কলি বেগম, সাংবাদিক আলী জহুর, আবদুল মতিন ফুলবাড়ি, জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য, জগন্নাথপুর উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক ইমরান আহমদ জিলানি, মুহি উদ্দিন, রুবান আলী, হাফিজ মুত্তাকিন আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। পরে দোয়া পরিচালনা করেন সাংবাদিক মাওলানা আবদুল ওয়াহিদ।
সভায় বক্তারা বলেন, হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জের মুখপাত্র দৈনিক সুনামকণ্ঠ পত্রিকা। এ পত্রিকায় জেলার হাওরাঞ্চলের খবর অত্যান্ত গুরুত্বের সাথে ছাপা হয়ে থাকে। এছাড়া জাতীয় ও স্থানীয় সমস্যা, সম্ভাবনা, ইতিহাস, ঐতিহ্যের খবরও প্রকাশিত হয়। সততা ও নিষ্টার সাথে অবিচল থেকে নিয়মিত পত্রিকাটি প্রকাশ করায় পত্রিকার সম্পাদকমন্ডলিসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ