প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৬
জগন্নাথপুর এর পল্লীতে লিয়াকত আলী নামক এক ব্যক্তি যুক্তরাজ্য প্রবাসীর জায়গা জবর দখল করে দালান ঘর নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। যেকোনো মুহূর্তে অনাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে।
অভিযোগ পত্র ও এলাকাবাসী সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তভূক্ত সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী মৃত গুলাপ মিয়ার ছেলে যুক্তরাজ্য প্রবাসী মোঃ জুয়েল মিয়া ও তাঁহার স্ত্রী শাপলা বেগম বৈধ মালিকদের কাছ থেকে বিভাগ -সিলেট, জেলা সুনামগঞ্জ, মৌজা -মোল্লারগাঁও,জে.এল নং-১৭, আর.এস খতিয়ান নং-১১৩, আর.এস নামজারী খতিয়ান নং-২৪০,আর.এস দাগ নং-২৩৯,পরিমান-০.০৯৭২ একর ছনখলা রকম ভূমি ক্রয় করে যথাযথভাবে নামজারি ও রেকর্ড সংশোধন সম্পন্ন করেন। পরবর্তীতে মোঃ জুয়েল মিয়া ও শাপলা বেগম এর এই ভূমি দেখভাল করে আসছেন মোঃ জুয়েল মিয়ার শ্যালক মোঃ নূরুজ্জামান। কিন্তু এই ভূমিটি একই উপজেলার সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী মৃত কাছম আলীর ছেলে লিয়াকত আলী (৬০) এর বসতবাড়ির সংলগ্ন হওয়ায় তিনি জবর দখল করে দালান নির্মাণ করছেন। এই খবর পেয়ে জুয়েল মিয়ার শ্যালক নুরুজ্জামান বিগত ১৭/১২/২০২৫ ইং তারিখে সকাল প্রায় ১০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান লিয়াক আলী এই ভূমিতে দালান ঘর নির্মাণ কাজ করিতেছেন। এতে নুরুজ্জামান বাধা প্রদান করিলে লিয়াকত আলী তার সহযোগী লোকজন নিয়ে নুরুজ্জামানকে আক্রমণ করলে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন। তবে আশপাশের লোকজন এর বাধা উপেক্ষা করে লিয়াকত আলী দালান ঘর এর নির্মাণ কাজ অব্যাহত রাখেন। নিরুপায় হয়ে ২১ শে ডিসেম্বর ২০২৫ ইং তারিখে এই বিষয়ে নুরুজ্জামান বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সুনামগঞ্জে মামলা দায়ের করেন। এরই পরিপেক্ষিতে আদালতের নির্দেশনা মোতাবেক ৩১ শে ডিসেম্বর দিবাগত রাত ৮ ঘটিকার সময় জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গৃহ নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য লিয়াকত আলীকে নির্দেশ দিয়েছেন।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি একান্ত আলাপকালে বলেন, লিয়াকত আলী একজন পরধনলোভী লোক। তিনি প্রায়ই অন্যের ক্ষতি সাধনে লিপ্ত থাকেন। জায়গা -জমি দখলের পায়তারা করেন। এক প্রশ্নের জবাবে তারা আরো বলেন, জুয়েল মিয়া এই ভূমির ক্রয় সুত্রে মালিক। লিয়াকত আলী জোর পূর্বক এই জায়গায় ঘর নির্মাণ করছেন। এমনকি জুয়েল মিয়ার মৌরসী সত্বও লিয়াকত আলী জোরে ভোগ করছেন। এনিয়ে উভয় পক্ষের লোকজন এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে অনাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। তাই এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও এই সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানাচ্ছি।
এ ব্যাপারে আদালতে অভিযোগকারী নুরুজ্জামান বলেন, আমার ভগ্নিপতি জুয়েল মিয়া ও বোন শাপলা বেগম প্রবাসে থাকায় তাদের অনুমতি সাপেক্ষে তাদের জায়গা -জমি আমি দেখভাল করতেছি। তাদের জমি জবর দখল করে লিয়াকত আলী দালান ঘর নির্মাণ করছে। এতে বাধা দিলে লিয়াকত আলী আমাকে আক্রমণ করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আমাকে রক্ষা করেন। আমি এ ব্যাপারে আদালতে অভিযোগ দায়ের করেছি। আমি আদালত এর নিকট সুবিচার প্রার্থনা করছি।
এব্যাপারে মুঠোফোনে আলাপকালে যুক্তরাজ্য প্রবাসী জুয়েল মিয়া বলেন, আমি প্রবাসে থাকায় উগ্রমেজাজী দাঙ্গাবাজ প্রকৃতির লোক লিয়াকত আলী তার সহযোগী মহিম আলী ও আনর আলীর মদদে আমার মালিকানাধীন ও দখলীয় ভূমি জবরদখল করে দালান ঘর নির্মাণ করছে। এই কাজে বাধা দেওয়ায় আমার সম্পত্তি দেখভালকারী আমার শ্যালক নূরউজ্জামান এর উপর সে আক্রমণ করার চেষ্টা করলে আশপাশের লোকজন এগিয়ে এসে লিয়াকত আলীর আক্রমণ থেকে নুরুজ্জামানকে রক্ষা করেন। এই জায়গা নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আইনের তোয়াক্কা না করে সে নির্মাণ কাজ করছে। নুরুজ্জামান আদালতে মামলা দায়ের করেছে। আমি প্রবাসী মানুষ আদালতের নিকট সুবিচার কামনা করছি। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, লিয়াকত আলীর সহযোগী মহিম আলী আমার বসত ভিটার একটি অংশ দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে জবর দখল করে বসবাস করে আসছেন। এবিষয়ে অচিরেই আমি প্রশাসনের দারস্থ হবো।
এ ব্যাপারে জানতে লিয়াকত আলীর মুঠোফোনে কল দিলে নেটওয়ার্ক সমস্যার জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি।
এব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই মোঃ কবির আহমদ বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম এর নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত বিবাদমান ভূমিতে কোনো কাজ না করার জন্য বলেছি। উক্ত ভূমি নিয়ে কোন পক্ষদ্বয় স্থিতাবস্থা বজায় না রাখিলে ফৌজদারী মতে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হইবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest