সুনামগঞ্জ -৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কয়ছর এম আহমদ এর পক্ষে প্রচারণার লক্ষে স্বদেশে আগত যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলের তোড়া দিয়ে বরন করেছেন জগন্নাথপুর বিএনপির নেতৃত্ব বৃন্দ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ এর নির্বাচনী প্রচারণার পাশা-পাশি ভোট প্রদানের উদ্দেশ্যে সূদুর যুক্তরাজ্য থেকে ১৩ ই জানুয়ারী রোজ মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটের সময় মাতৃভূমি বাংলাদেশ এর এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন , বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আব্বাস মিয়া, সোয়ানসি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল মিয়া কোরেশী,বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির নেতা ওলিউর রহমান,সৈয়দ রুপন আলী,ইসলাম উদ্দিন খান,বার্মিংহাম সিটি যুবদলের সাবেক সভাপতি কয়ছর আলী শাহীন ও আহমেদ আলি। এসময় এই নেতৃবৃন্দকে বিমানবন্দরে স্বাগত জানানোর পাশা-পাশি ফুল দিয়ে বরন করেছেন, সুনামগঞ্জ -৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ। এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমদ, বিএনপি নেতা ছমির উদ্দিন, মিজান কুরেশি, ছমির আলী, সিরাজ মিয়া ও যুক্তরাজ্য শাখা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলিফ প্রমূখ।