প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬
ইউএস বি ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের ১২১টি দেশে মোট ৭ লাখ ৬৭ হাজার ২৮ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সতর্ক করেছে, ডাকযোগে প্রেরিত ব্যালট খামের ওপর কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচার-প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে ভোটারের এনআইডি কার্ড ব্লকসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রবাসী ভোটার নিবন্ধন প্রকল্প ‘ওসিভি-এসডিআই’-এর টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনকারী ভোটারদের অবহিত করা হচ্ছে, ব্যালট পেপার শুধুমাত্র নিজে সংগ্রহ করবেন এবং গোপনীয়তা রক্ষার্থে অন্য কারও সহায়তা নেওয়া যাবে না।
পোস্টাল ব্যালট প্রক্রিয়া গত ২০ ডিসেম্বর শুরু হয় এবং ৮ জানুয়ারি রাতে শেষ হয়। অনেক প্রবাসী ইতিমধ্যেই ব্যালট পেয়ে গেছেন। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর প্রবাসীরা ব্যালট পূর্ণ করে রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন।
দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’-এর জন্য ৭ লাখ ৬১ হাজার ১৪১ ভোটার নিবন্ধন করেছেন। প্রতীক বরাদ্দের পর তাদের কাছে ব্যালট পাঠানো শুরু হবে। দেশভিত্তিক ব্যালট প্রেরণ ও ফেরত আসার পুরো প্রক্রিয়ায় প্রায় ৭ দিন সময় লাগতে পারে।
এর আগে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ ভোটার নিবন্ধন করেছেন। সুত্রঃ আজকের দর্পন
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest