প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬
ইউএস বি ডেস্কঃ
সুনামগঞ্জ থেকেই শুরু হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশ। দলের একাধিক দায়িত্বশীল নেতা নিশ্চিতও করেছিলেন বিষয়টি। আগামী ২২ জানুয়ারি সুনামগঞ্জ জেলা সদরে প্রায় ২১ বছর পর সমাবেশে বক্তব্য দেবেন তিনি। ইতোমধ্যে সমাবেশ স্থল পরিদর্শনও করেছিলেন জেলার নেতাকর্মীরা। ঐতিহাসিক দিনটি পালন করতে প্রস্তুতি নিচ্ছিলেন তারা। তারেক রহমানের সুনামগঞ্জ সফর ঘিরে উৎসবের জোয়ার বইছিল সাধারণ নেতা কর্মীদের মনে। তবে উৎসবের জোয়ারে ভাটা দিয়েছে ইলেকশন কমিশনের নির্দেশনা।
গণমাধ্যম সূত্রের খবর অনুযায়ী ইসির অনুরোধে তারেকের উত্তরবঙ্গ সফর বাতিল করেছে দলটি। উত্তরবঙ্গ সফর সূচি বাতিল হলেও বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণা শুরু হবে সিলেট থেকেই। তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরের দিন ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। এদিন সকালে সিলেটের হযরত শাহজালাল (র:) মাজার জিয়ারত করে দলীয় প্রচারণা শুরু করবেন তারেক রহমান। সিলেট বিভাগের ৩টি জেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে। সময় বাঁচানোর জন্য সিলেট-ঢাকা যাত্রাপথের উলটো দিকে অবস্থানের কারণে বাদ পড়েছে সুনামগঞ্জ।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন বললেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউস জানিয়েছিলেন সুনামগঞ্জে সমাবেশ করবেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। সেই অনুযায়ী সুনামগঞ্জ-৪ আসনের দলীয় মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নুরুলসহ দলের সকলে মিলে প্রস্তুতি নিয়েছিলাম আমরা। আবার জিকে গউস-ই জানিয়েছেন প্রোগ্রাম নিয়ে অনিশ্চয়তা আছে। আমরা আশহত। আমাদের দাবি থাকবে এই প্রান্তিক জেলা থেকেই যেন দলীয় চেয়ারম্যান নির্বাচনী প্রচারণা শুরু করেন।
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী অবশ্য সুনামগঞ্জের নেতাকর্মীদের আশা কিছুটা জিইয়ে রেখেছেন। তিনি জানান, আমরা ২২ তারিখ সিলেট থেকে শুরু হবে নির্বাচনী প্রচার প্রচারণা এটা ফাইনাল হয়েছে। সেটা সুনামগঞ্জ হতে পারে অথবা সুনামগঞ্জকে সিলেট নিয়ে আসা হতে পারে। এইটা এখনো চূড়ান্ত হয়নি।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, সময় বাঁচানোর জন্য সুনামগঞ্জে যাচ্ছেন না তারেক রহমান। সুনামগঞ্জের সবাইকে ২২ তারিখ সকাল ১১ টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে নিয়ে আসা হবে। শুধু সুনামগঞ্জ না সিলেট বিভাগের অন্য কোন জেলা সদরেই যাচ্ছেন না। তবে সিলেট থেকে ঢাকার পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সমাবেশে যোগ দিবেন।
তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জে এসেছিলেন। শহরের পুরাতন বাস্টেশনে সমাবেশও করেছিলেন তিনি। পরে নৌ-পথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য নজির হোসেনের (প্রয়াত) আমন্ত্রণে ওই নির্বাচনী এলাকার টেকেরঘাট ও জামালগঞ্জে দুটি পৃথক সমাবেশে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।
প্রায় ২১ বছর পর হাওর-বাওরের এ জেলায় তারেক রহমানের আগমনের কথা ছিল। সুত্রঃ সু খবর
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest