প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোটকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ জানুয়ারী রোজ বুধবার বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ -৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমেদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল খয়ের , জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা আইসিটি কর্মকর্তা আশীষ চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরূপ রায়, জগন্নাথপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নূরুল ইসলাম কাগুচী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল হোসাইন, জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সাধারন সম্পাদক মশাহিদ ভূঁইয়া,জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, সিনিয়র সদস্য রিয়াজ রহমান, সাংবাদিক আমিনুল হক শিপন, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হোসেন ও সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ প্রমুখ।
এ সময় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধি সহ উপস্থিত সকলকে নির্বাচনী আচরণ বিধিমালা পড়ে শোনান এবং তা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest