ইভ্যালি ডটকম লিমিটেডের নামে গাড়িগুলো নিবন্ধন করা। এগুলোর নিবন্ধন সনদ ও ট্যাক্স টোকেন ইভ্যালির বর্তমান পর্ষদের কাছে আছে বলে জানা গেছে।
৩ ফেব্রুয়ারি বিলাসবহুল ২ কোটি ৬৫ লাখ টাকা দামের রেঞ্জ রোভারসহ সাতটি গাড়ি বিক্রির জন্য বিজ্ঞপ্তি দেয় বর্তমান পরিচালনা পর্ষদ। গাড়িগুলোর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। বেশির ভাগ গাড়িই জিপ।
ইভ্যালিতে পণ্যের ক্রয়াদেশ দিয়ে অর্থ পরিশোধের পর পণ্য ও অর্থ ফেরত না পেয়ে মো. ফরহাদ হোসেন নামের এক গ্রাহক গত বছরের সেপ্টেম্বর মাসে হাইকোর্টে একটি আবেদন করেন। শুনানি নিয়ে গত বছরের ২২ সেপ্টেম্বর একই বেঞ্চ ইভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেন। ১৮ অক্টোবর ইভ্যালি পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরীকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের ওই কমিটি গঠন করে দেন হাইকোর্ট।
ইভ্যালির এমডি মো. মাহবুব কবীর গতকাল বলেন, প্রথাগত পদ্ধতিতে নিলাম ডাকা হবে। যে কেউ এতে অংশ নিতে পারবেন।
গাড়ি বিক্রির টাকায় কী করা হবে, এমন প্রশ্নের জবাবে মাহবুব কবীর বলেন, ‘এ বিষয়ে আমাদের চেয়ারম্যান কথা বলবেন আজ।’
এদিকে ইভ্যালির গাড়ি এখনই নিলামে না তোলার আহ্বান জানিয়ে ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমার কো-অর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় সংসদ ৬ ফেব্রুয়ারি ইভ্যালি কার্যালয়ের সামনে মানববন্ধন এবং গতকাল বেলা তিনটায় কারওয়ান বাজারে প্রতিবাদ সমাবেশ করেছে।
প্রতারণার অভিযোগে ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান তাঁর স্ত্রী শামীমা নাসরিনকে গত বছরের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁরা কারাগারে।