প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ ইউরোপে অভিবাসনের প্রত্যাশায় ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মারা যাওয়া ৭ বাংলাদেশী নাগরিকের মরদেহ দেশে আসছে। মরদেহগুলো ২ দফায় দেশে আসবে। ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার ফেসবুকে নিজেদের পেজে পরপর দুটি পোস্টে এ তথ্য জানায় দূতাবাস। পোস্টে বলা হয়, প্রথম দফায় ২ জনের এবং দ্বিতীয় দফায় বাকি ৫ জনের মরদেহ বাংলাদেশ পৌঁছাবে।
ভূমধ্যসাগরে ঠাণ্ডায় মারা যাওয়া জয় তালুকদারের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার টার্কিস বিমান টি-কে ১৮৬৪ করে রোমের লিওনার্দো ভিঞ্চি বিমানবন্দর থেকে স্থানী সময় বিকেল ৬টা ৪৫ মিনিটে রওনা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোর ৩টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
কামরুল হাসান বাপ্পি নামে অপর মৃতের মরদেহ নিয়ে একই কোম্পানির উড়োজাহাজ টি-কে ১৮৬২ আগামী ১১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে একই বিমানবন্দর থেকে রওনা হবে। ১৩ ফেব্রুয়ারি ভোর ৩টা ৩৫ মিনিটে ঢাকায় ফ্লাইটটি পৌঁছাবে। বাকি পাঁচজনের মরদেহ পর্যায়ক্রমে খুব শিগগির দেশে পাঠানো হবে বলেও জানিয়েছে রোম দূতাবাস।
সম্প্রতি অতিরিক্ত ঠাণ্ডার কারণে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের কাছে তাদের মৃত্যু হয়। মারা যাওয়াদের মরদেহ দেশে পাঠানোর জন্য ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান কাজ করেন। সবশেষে রাষ্ট্রদূত ও কাউন্সিলর (শ্রমকল্যাণ) মো. এরফানুল হকসহ একটি প্রতিনিধি দল সিসিলি প্রদেশের এগ্রিজেন্তো এলাকায় আনুষ্ঠানিকতা শেষে মরদেহের সামনে দাঁড়িয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest