প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের অভিযানে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন চান্দি মধ্যপাড়া গ্রামের কাজল মিয়া উরফে হানিফ (২২) এবং আখাউড়া থানাধীন আজমপুর রাজাপুর মোছাঃ সাদিয়া আক্তার (২০)।
পুলিশ সুত্রে জানাযায়, শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপাশা থানাধীন দৌলতপুর সাকিনস্থ গুদুরাঘাট এলাকার বেড়িবাঁধের ওপর অভিযান পরিচালনা করে ধর্মপাশা থানা পুলিশের একটি দল। অভিযানের সময় গ্রেফতারকৃতদের নিকট থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে সাদা রংয়ের পলিথিনে মোড়ানো চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই কাজল মিয়া ওরফে হানিফ এবং মোছাঃ সাদিয়া আক্তারকে গ্রেফতার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ধর্মপাশা থানার এসআই মোঃ রফিকুল ইসলাম, তার সঙ্গে ছিলেন সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধর্মপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest