জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক নিহত

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক নিহত

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে শামীম (৩৫) নামক এক যুবক নিহত হয়েছে।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গোতগাঁও গ্রাম নিবাসী এবাদত উল্লাহর ছেলে ইজিবাইক চালক রবিউল মিয়া(৩২) বিগত ১১ ই নভেম্বর সকাল প্রায় ১১ ঘটিকার দিকে নিজ বাড়ী থেকে টমটম (ইজিবাইক) গাড়ী নিয়ে বের হওয়ার সময় একই গ্রাম নিবাসী মৃত আঙ্গুর মিয়ার ছেলে শামীম আহমেদ (৩৫) এর ঘরের বেড়ার সাথে ধাক্কা লাগে। এনিয়ে শামীম আহমদ ও রবিউল মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের সুলফীর আঘাতে শামীম আহমদ গুরুতর আহত হন। তৎক্ষনাৎ তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় শামীম আহমদ পথিমধ্যে মৃত্যু বরন করেছে। সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবার এর নিকট হস্তান্তর করেছে থানা পুলিশ। সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে জনগন থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা বলেন, এই সংঘর্ষের ঘটনায় নিহত শামীম আহমদ এর মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবার এর নিকট হস্তান্তর করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মামলা প্রক্রিয়াধীন আছে। এবং এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ