সুনামগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই মাদক কারবারি হলেন সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন পীরের চক গ্রামের হোসেন আহমদ ওরফে সাদ্দাম হোসেন (৩৬) এবং সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন ডুংরিয়া গ্রামের হাফিজুর রহমান (৩১)।
জেলা পুলিশ এর মিডিয়া সেল সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শান্তিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে শান্তিগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তঃজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ী হোসেন আহমদ ওরফে সাদ্দাম হোসেন এবং হাফিজুর রহমানকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের তল্লাশি করে ২,৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানটি শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই রাজিব রহমান, এসআই মোঃ রাকিবুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ