জগন্নাথপুরে মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫

জগন্নাথপুরে মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 

জগন্নাথপুর  প্রতিনিধিঃ
মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষায় ও মাদক নির্মূলের দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পেরুয়া বাজারে অবস্থিত পেরুয়া হাসপাতালের সামনে  এক ব্যতিক্রমী মানববন্ধন ও মাইকিং কর্মসূচী পালন করেছে এলাকার সচেতন যুবক ও সর্বস্তরের জনগণ।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত যুবক, স্কুল-কলেজের ছাত্র, ব্যবসায়ী, স্থানীয় রাজনৈতিক নেতা ও ধর্মপ্রাণ মুসলমানেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচীর শুরুতে হাসপাতালের সামনে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়ান অংশগ্রহণকারীরা। পরে সেখান থেকে একটি বি‌ক্ষোভ মি‌ছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মাদকদ্রব্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং মাইকিং করে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মাদক আমাদের সমাজের জন্য এক নীরব ঘাতক। এটি যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদকের কারণে পরিবারে নেমে আসছে অশান্তি ও সমাজে বাড়ছে অপরাধ প্রবণতা। বক্তারা মাদকের উৎস, সরবরাহ ও সেবন বন্ধে প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও দায়রা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট জিয়াউর রহিম সাহিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক।বিল্লাল আহমদ, পৌর সে্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ, হাসপাতাল বাজার ব্যবসায়ী বাবর আহমদ, ছিক্কা মসজিদের ইমাম দেলোয়ার হোসেন, আতাউর রহমান, তাহমিদুল হক ও রাইয়ান, দুই জনের যৌথ পরিচালনায় মানববন্ধন পরিচালনা করা হয়।
এলাকার যুবকদের মধ্যে বক্তব্য রাখেন – নুরুল হক, আল মাসুদ এবং মাদক বিরোধী প্রতিবাদী যুবক লিমান আহমদ।
বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং স্থানীয় প্রশাসনকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। তারা মনে করেন, যুবসমাজ ঐক্যবদ্ধ হলে মাদকের এই বিষবৃক্ষ উপড়ে ফেলা সম্ভব।
কর্মসূচীতে এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তি ও যুবক বক্তব্য রাখেন এবং মাদক বিরোধী এই আন্দোলনে তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।##

এ সংক্রান্ত আরও সংবাদ