প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতার দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ৯ শত বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এবং এই কর্মসূচীর ডিলার সোহেল (৩৮)কে জেল ও জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন ২৩ শে অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলীর ছেলে আওয়ামী লীগ নেতা শাহনূর আলীর মালিকানাধীন মের্সাস এস এ ট্রেডার্সে অবৈধভাবে মজুদ করে রাখা ৯শ বস্তা টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচীর সরকারি চাল উদ্ধার করেছেন। অভিযানকালে এই উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রাম নিবাসী আসকর আলীর ছেলে খাদ্যবান্ধব কর্মসূচীর নতুন ডিলার সোহেল মিয়া (৩৮)কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছর এর জেল ও দুই লক্ষ টাকা জরিমানা করা করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মহসিন উদ্দিন বলেন, খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার সোহেল মিয়া নামক এক ব্যক্তিকে রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল বাজারে খাদ্যবান্ধব কর্মসূচীর লাইসেন্স দেওয়া হয়েছিল। তিনি রৌয়াইল বাজারে চাল না রেখে রানীগঞ্জ বাজারে অনুমোদন ছাড়া অবৈধভাবে চাল মজুদ করেন। তিনি এই অপরাধ স্বীকার করেন। উদ্ধারকৃত ৫০ ও ৩০ কেজি ওজনের ৯ শত বস্তা টিসিবি এবং খাদ্যবান্ধবের চাল গুলো জব্দ করা হয়েছে। খাদ্যদ্রব্য সুরক্ষা আইন ২০২৩ এর ৮ ধারা অনুযায়ী তাকে এক বছরের জেল দেওয়া হয়েছে এবং দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ২ মাসের জেল দেওয়া হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest