প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫
ফাইল ছবি
ইউএস বি ডেস্কঃ
ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে রাজধানীর রমনা থানায় দায়ের হওয়া এ মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে এ মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার এজাহারে আসামি হিসেবে রয়েছেন সালমান শাহের স্ত্রী সামিরা হক। এ ছাড়াও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মোট ১১ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে এজাহারে।
মামলা প্রসঙ্গে সালমান শাহর ঘনিষ্ঠজন আলমগীর কুমকুম বলেন, সালমান শাহর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি জীবিত অবস্থায় অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের জন্য অনেক চেষ্টা করেছেন। চেষ্টা করতে করতে তিনিও না ফেরার দেশে চলে গেলেন। এখন এতদিন পর মামলা হয়েছে। ইনশাআল্লাহ এটা প্রমাণ হবে হত্যা, আত্মহত্যা নয়।
এর আগে, সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেন আদালত। তার মা নীলা চৌধুরীর দায়ের করা রিভিশন আবেদন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্তযাত্রা, যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলেছে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চূড়ান্ত প্রতিবেদনে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন।
তবে শুরু থেকেই নীলা চৌধুরী পিবিআইয়ের এই প্রতিবেদনের বিরোধিতা করে আসছেন। তার দাবি, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুত্রঃ কালবেলা
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest