জগন্নাথপুরে জামে মসজিদে বৃক্ষ রোপণ করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কয়ছর এম আহমেদ

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৫

জগন্নাথপুরে জামে মসজিদে বৃক্ষ রোপণ করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কয়ছর এম আহমেদ

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে বড়কাপন জামে মসজিদে মুসল্লীদের সাথে কোশল বিনিময় ও বৃক্ষ রোপণ করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কয়ছর এম আহমদ।
১৭ ই অক্টোবর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বড়কাপন জামে মসজিদে পবিত্র জুমার নামাজ এর পূর্বে এই মসজিদে আগত মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করার পাশা-পাশি নামাজের পর মসজিদ এড়িয়ায় ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমেদ। শুভেচ্ছা বিনিময়কালে তিনি মুসল্লীদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সালাম পৌঁছেদেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং নিজের জন্য দোয়া চেয়েছেন। এবং তিনি আরো বলেছেন সুনামগঞ্জ-৩ আসনের জনসাধারণের জন্য কাজ করে যেতে চাই। তাই আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি। এছাড়াও একই ইউনিয়নের শাসনহবী জামে মসজিদে বনজ ও ফলজ গাছ রোপন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি ও মিরপুর ইউনিয়ন বিএনপি পরিবারের নেতাকর্মী বৃন্দ ।

এ সংক্রান্ত আরও সংবাদ