জগন্নাথপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার “সালমান ” গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫

জগন্নাথপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার “সালমান ” গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নির্দেশে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জগন্নাথপুর থানার এসআই দিপংকর হালদার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিয়াকান্দি (গুচ্ছগ্রাম) এলাকার মোঃ ফজলু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সালমান (২১)কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ