প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর কৃষকদের নিয়ে ১৫ ই অক্টোবর রোজ বুধবার বিকালে স্থানীয় কলকলিয়া বাজারে রিয়া ট্রেডার্স এন্ড প্রান্ত বীজ ঘর এর উদ্যোগে ও সুপ্রীম সীড কোম্পানী লিমিটেড এর আয়োজনে বিশিষ্ট সালিসি ব্যক্তি আজিজুল হক আজিবুল এর সভাপতিত্বে ও এই কোম্পানীর ট্যারি টরি ম্যানেজার মোহাম্মদ এহতেশাম এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, রিয়া ট্রেডার্স এন্ড প্রান্ত বীজ ঘর এর পরিচালক দিলীপ দাস, কৃষক মোঃ একলিল রেজা, হীরন মিয়া, আকিল মিয়া, সিরাজুল ইসলাম, সাজাদ মিয়া, আসাদ মিয়া, আনছার মিয়া, নোবেল হোড়, দিলোয়ার হোসেন, অবিনাশ দেবনাথ, রাশিকুল ইসলাম, তাজুূদ মিয়া ও জিলু মিয়া প্রমূখ।

এসময় দুই শতাধিক কৃষক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের ট্যারি টরি ম্যানেজার এহতেশাম তাঁর বক্তব্যে কৃষকদের উদ্দেশ্যে বলেন, ১৯৭৮ সালে সুপ্রীম সীড কোম্পানির ধান বীজ হীরা-২ ধান, দীর্ঘ ২২ বছর ধরে কৃষকদের প্রিয় ধান হিসেবে পছন্দের তালিকায় রয়েছে। এছাড়াও হীরা-৯ ও হীরা-৬ ধান বীজ রয়েছে। এই ধান বীজ বুননের জন্য পানিতে ভেজানো থেকে শুরু করে ছারাগাছ জমিতে লাগানোর দিন হতে ধরে ১৪০থেকে ১৪২ দিনের মধ্যে কর্তন করে ঘোলায় তুলা যায়। যার ফলশ্রুতিতে বৈশাখ মাসে ঝড়-বৃষ্টি ও বন্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কম। ধানের শীষে পুষ্টি দানার পরিমাণ বেশি এবং রোগ ভালাই খুবই কম। এই ধানের আরও বিশেষায়িত হচ্ছে, ১০০ কেজি ধানে ৭২ কেজি চাল হয়। ধান ছোট ও এই ধানের চালে ভাত ঝরঝরে সু-স্বাদু হয়। তিনি আরও বলেন, হীরা-২ ধানের বীজ ইতিপূর্বে ১কেজির প্যাকেটে পাওয়া গেলেও কৃষকদের প্রচুর পরিমানে চাহিদা থাকায় আপামর কৃষকদের সুবিধার্থে কোম্পানি ৫ কেজি ওজনের প্যাকেট বাজারে নিয়ে আসছে। এই বীজ বপন করে ভালো ফলন ঘোলায় তুলতে পারবেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest