প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া মৎস্যজীবি বিপ্লব (৩৫) এর মরদেহ পাঁচদিন পর ভাসমান অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত রানীনগর গ্রাম নিবাসী বিরু দাসের ছেলে মৎস্যজীবি বিপ্লব দাস(৩৫) বিগত ৯ ই অক্টোবর বিকালে এই উপজেলার রানীগঞ্জ বাজার এর খেয়াঘাট সংলগ্ন এলাকায় কুশিয়ারা নদীতে নৌকা যোগে বড়শী দিয়ে মাছ ধরার সময় বিপ্লব দাস (৩৫) নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। তৎক্ষনাৎ অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান পাওয়া যায়নি। গতকাল ১৩ ই অক্টোবর দিবাগত রাত প্রায় ১০ ঘটিকার সময় নিখোঁজ হওয়ার পাঁচদিনের দিন স্থানীয়রা জগন্নাথপুর উপজেলার বাগময়না গ্রাম এলাকায় কুশিয়ারা নদীতে নিখোঁজ বিপ্লব দাস এর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপ্লব দাস (৩৫) এর মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে পরিবার এর নিকট হস্তান্তর করেছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, কুশিয়ারা নদীতে পড়ে নিখোঁজ হওয়া বিপ্লব দাশ (৩৫) এর মরদেহ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহত বিপ্লব দাশ(৩৫) এর পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest