শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জগন্নাথপুরে কর্মবিরতি

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫

শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জগন্নাথপুরে কর্মবিরতি

হুমায়ূন কবীর ফরীদি ##

জাতীয় প্রেসক্লাব এর সামনে তিন দফা দাবীতে আন্দোলনরত শিক্ষক -কর্মচারীদের ওপর পুলিশ এর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জগন্নাথপুর এর শিক্ষা প্রতিষ্ঠান সমূহে কর্মবিরতি পালিত হয়েছে।
বাড়ী ভাড়া সর্বনিম্ন ২০%, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা ও উৎসব ভাতা ১০০% দেওয়ার দাবীতে এবং গতকাল ১২ ই অক্টোবর রোজ রবিবার জাতীয় প্রেসক্লাব এলাকায় এই তিন দফা দাবীতে আন্দোলনরত শিক্ষক -কর্মচারীদের উপর পুলিশের বর্বরোচিত ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে তৎক্ষনাৎ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট কর্মবিরতি ডাক দেন। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ১৩ ই অক্টোবর রোজ সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এমপিও ভূক্ত কলেজ,হাইস্কুল ও মাদ্রাসা সমূহের শিক্ষক-কর্মচারী বৃন্দ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। এই কর্মসূচি পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত চলবে বলে জানা গেছে।
এ ব্যাপারে শ্রীরামসি হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ও জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ হাজের আলী একান্ত আলাপকালে  বলেন, গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাড়ি ভাড়া সর্বনিম্ন ২০% দেওয়া সহ তিন দফা দাবী আদায়ের আন্দোলনে শিক্ষক -কর্মচারীদের ওপর পুলিশের বর্বরোচিত ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিক্ষক – কর্মচারীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং এই ঘটনায় জড়িত পুলিশ বাহিনীর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। তিনি আরও বলেন, আমাদের যৌক্তিক দাবী বাড়ি ভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা ও উৎসব ভাতা ১০০%দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি জোরদাবী জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ