প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আমীনের সভাপতিত্বে ও অফিস সহকারী সাইফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, এলজিইডির প্রকৌশলী সোহরাব হোসেন, সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরুপ রায়, জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোর্শেদুল আলম, হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আগুর মিয়া প্রমুখ।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest