সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে বিদেশি মদ সহ ১ জন গ্রেফতার

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে বিদেশি মদ সহ ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২৪ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাগর আহমদ (২২)। তিনি বগুড়া জেলার শেরপুর থানার পার ভবানীপুর গ্রামের বাসিন্দা।

জেলা পুলিশ এর মিডিয়া সেল সুত্রে জানাযায়,  গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে সুনামগঞ্জ সদর থানাধীন মধ্যবাজার এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সাগর আহমদের নিকট থেকে ২৪ বোতল “ROYAL STAG” নামের বিদেশি মদ উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জিবান। তার সঙ্গে এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ