জগন্নাথপুরে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সার্বজনীন  শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫

জগন্নাথপুরে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সার্বজনীন  শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

হুমায়ূন কবীর ফরীদি##

শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে জগন্নাথপুরে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
দেশের অন্যান্য স্থানের ন্যায় ২৮ শে সেপ্টেম্বর  মহাষষ্ঠী পূঁজার মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জের একটি পৌর সভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত  জগন্নাথপুর উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শ্রী শ্রী জিউর আখড়া সহ উপজেলায় ৩৭ টি পূঁজা মণ্ডপে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রধান উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। ২রা অক্টোবর বিজয়া দশমীতে ঢাক-ঢোল ও কুল আর মন্দিরার বাজনা বাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে উপজেলার বিভিন্ন নদ-নদী ও পুকুরে  প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্বরত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ