সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫

সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান

 

স্টাফ রিপোর্টারঃ

সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জ জেলা সদর ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মো: মুশফেকুর রহমান। ৩০ শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার মহাঅষ্টমীর দিনে দুপুর থেকে তিনি একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজায় আগত দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ।
ডিআইজি মুশফেকুর রহমান পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন। এসময় তিনি জানান, পূজার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব শেষ হবে। এ বছর প্রতিটি পূজামণ্ডপে জেলা পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
এর আগে দুপুর সোয়া ১টায় ডিআইজি মো: মুশফেকুর রহমান জেলা সার্কিট হাউজে পৌঁছালে পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ডিআইজির সহধর্মিণী অ্যাডভোকেট পারভীন আখতার, পুলিশ সুপারের সহধর্মিণী মোছাঃ ফজিলাতুন্নেছা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মো: আব্দুল কাদের, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো: জাহিদুল হকসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ। এছাড়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও পরিদর্শনকালে সঙ্গে ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ