জগন্নাথপুরে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কয়ছর এম আহমদ

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫

জগন্নাথপুরে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কয়ছর এম আহমদ

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব এর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার মাটি মানুষের নেতা কয়ছর এম আহমদ ।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ প্রধান ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উৎসব ২৮শে সেপ্টেম্বর সন্ধ্যালগ্নে ষষ্ঠী পূজার মাধ্যমে দেশের অন্যান্য স্থানের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে শুরু হয়েছে। এই দুর্গোৎসবে গতকাল ২৯ শে সেপ্টেম্বর দিবাগত রাতে জগন্নাথপুর উপজেলা সদর জিউর আখড়া পূজা মন্ডপ, কলকলিয়া ইউনিয়ন এর খাশিলা পূজা মন্ডপ ও কালিটেকী পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ। পরিদর্শনকালে তিনি পূজায় আসা মানুষের সাথে কোশল বিনিময় করেছেন এবং উৎসব এর খোঁজ খবর নিয়েছেন। এই সময় তাঁহার সাথে আরও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দিলু মিয়া, সদস্য আছকির আলী, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য হুমায়ূন কবির, মাছুম আলম, বিএনপি নেতা আনোয়ারুল হক, শিবলু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সহ-সভাপতি কামরুল হাসান লিটন, মাসুম আহমদ, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি সামছুল ইসলাম, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহমদ, সাধারন রেজাউল হক ও যুগ্ম সাধারন সম্পাদক মির্জা ইমাদ উদ্দিন মাছুম সহ আরো অনেকে।
উল্লেখ্য,ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসব ২৮ শে সেপ্টেম্বর সন্ধ্যালগ্নে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব ২৯ শে সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মহাষ্টমী, ১লা অক্টোবর বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে। এই পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনিক ভাবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ