প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরের সাদিপুর গ্রামে রাতের আধাঁরে সংঘর্ষে নারী-পুরুষ ৫ জন আহত হয়েছেন। তমধ্যে ১জন আশংকাজনক অবস্থায় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে ৭জনকে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আবুল ফজল।
অভিযোগ পত্র ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রাম নিবাসী আব্দুল তাহিদ এর ছেলে আবুল ফজল(৪৩) এর সাথে একই গ্রাম নিবাসী মৃত নবারক আলীর ছেলে আবিদ আলী(৫০) এর মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সহ বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বিগত ২৩ শে সেপ্টেম্বর দিবাগত রাত প্রায় সাড়ে ৮ ঘটিকার সময় আবিদ আলী(৫০) ও তার লোকজন দেশীয় অস্ত্র -শস্ত্রে সজ্জিত হয়ে আবুল ফজল(৪৩) এর বাড়ীতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকলে আবুল ফজল(৪৩) প্রতিবাদ করলে আবিদ আলী (৫০) ও তার লোকজন দেশীয় অস্ত্র অর্থাৎ রামদা, লাটি ও রড দিয়ে এলোপাতাড়ি ভাবে আবুল ফজল ও তার পরিবারের লোকজনকে মারপিট করে গুরুতর আহত করার পাশা-পাশি আবুল ফজল এর বসত ঘরের দরজা -জানালা ও আসবাবপত্র ভাংচুর করেছে। এই ঘটনায় আবুল ফজল পক্ষের রক্তাক্ত আহত হয়েছেন আব্দুল তাহিদ এর ছেলে আবুল ফজল(৪৩), আব্দুল সাহিদ এর ছেলে আবু হুরায়রা (১৮), মৃত আব্দুল মজিদ এর স্ত্রী দিলারা বেগম(৭৫), মৃত উসমান গণির ছেলে আব্দুল তাহিদ (৭০) ও আবুল ফজল এর ছেলে মেহেদী (১৩)। আহতদের আর্তচিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তমধ্যে গুরুতর আহত আবু হুরায়রা (১৮) এর অবস্থা আশংকাজনক হওয়ায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সে বর্তমানে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে আবুল ফজল (৪৩) বাদী হয়ে আবিদ আলী (৫০)কে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ২৩ শে সেপ্টেম্বর দিবাগত রাতে অভিযোগ দায়ের করেন। অভিযোগ এর আলোকে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে আহত আবুল ফজল বলেন, আবিদ আলীর সাথে জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আমার বিরোধ চলে আসছে। এরই জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে ২৩ শে সেপ্টেম্বর দিবাগত রাতে আবিদ আলী ও তার লোকজন দেশীয় অস্ত্র -শস্ত্রে সজ্জিত হয়ে আমার বসত বাড়ীতে প্রবেশ করে আমাদেরকে গালিগালাজ করলে আমি প্রতিবাদ করলে আবিদ আলী ও তার লোকজন আমিও আমার পরিবার এর লোকজনকে মারপিট করে রক্তাক্ত আহত করার পাশা-পাশি ঘর-দরজা ও আসবাবপত্র ভাংচুর করেছে । আমাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারী আবিদ আলী ও তার লোকজন এর হাত থেকে উদ্ধার করেন। আশপাশের লোকজন এগিয়ে না আসলে ওরা আমাদেরকে মেরে ফেলতো। আমরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি। আমার চাচাতো ভাই আবু হুরায়রা (১৮) আশংকাজনক অবস্থায় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে আমি জগন্নাথপুর থানায় অভিযোগ দিয়েছি। আমি প্রশাসনের নিকট সুবিচার প্রার্থনা করছি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest