পীর হাবিবুর রহমানের মৃত্যুতে সুনামগন্জ জেলা সমিতি ইউএসএ এর শোক

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২২

পীর হাবিবুর রহমানের মৃত্যুতে সুনামগন্জ জেলা সমিতি ইউএসএ এর শোক

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে সুনামগন্জ জেলা সমিতি ইউএসএ এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।এক শোক বার্তায় সংগঠনের সভাপতি এস, এম জলিল, সাধারন সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু , কার্যকরী পরিষদ এবং উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে  মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত শনিবার বিকেল ৩টা ৫৮ মিনিটের দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পীর হাবিবুর রহমান। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় স্ট্রোক করেন তিনি।

করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

গত বছরের অক্টোবরে মুম্বাই জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যানসার মুক্ত হন পীর হাবিবুর রহমান। কিন্তু গত ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন। এরপর বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর পরামর্শে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।

বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের জন্ম ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরে।

এ সংক্রান্ত আরও সংবাদ