আল্লামা হাবিবুর রাহমান ( মুহাদ্দিস সাব হুজুর) আর নেই

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২

আল্লামা হাবিবুর রাহমান ( মুহাদ্দিস সাব হুজুর) আর নেই

ডেস্ক রিপোর্টঃ উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দীন, আরব আমিরাতের সাবেক বিচারপতি, জকিগঞ্জ ইছামতি কামিল ( এম,এ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও সভাপতি, জকিগঞ্জ উপজেলার কৃতি সন্তান আল্লামা হাবিবুর রাহমান ( মুহাদ্দিস সাব হুজুর) আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উনার নামাজে জানাজা আগামীকাল বিকাল ৩ ঘটিকায় জকিগঞ্জের থানা বাজার পশ্চিম মাঠে অনুষ্টিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ