প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া জেলেদের মধ্যে আরও একজনের লাশ উদ্ধার হয়েছে। গত শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর তৃতীয় দিনের অভিযানে আজ সোমবার দুপুরে বঙ্গোপসাগরের নীলবয়া এলাকায় ভেসে ওঠা ওই জেলের লাশ উদ্ধার করেন জেলেরা।
পূর্ব বনবিভাগের দুবলা শুঁটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, দুবলার চর থেকে ফিসিং ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা আজ দুপুরে সাগরে এক জেলের লাশ ভাসতে দেখে তারা উদ্ধার করেন। লাশটি সাগর থেকে চরে আনা হচ্ছে। তাৎক্ষণিক ওই লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। বিকেল নাগাদ চরে আসার পরই লাশের সঠিক পরিচয় জানানো সম্ভব হবে।
প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, আজ এক জেলের লাশ উদ্ধারসহ এ পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১১ জেলে। এ ছাড়া সাগরে নিমজ্জিত সাতটি ট্রলারের সন্ধান মিলেনি এখনও।
গত শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ১৮টি ট্রলার ডুবির ঘটনায় ১৪ জেলে নিঁখোজ হন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest