বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন আবু

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২

বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন আবু

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়েছিলেন জেলে আবু হায়াত ঢালী। বাঘের থাবায় মুখে ও মাথায় আঘাত পেয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে থাকা দুজন বনের গাছে বাড়ি দিয়ে উচ্চশব্দ তৈরি করলে বাঘটি আবুকে ছেড়ে দিয়ে চলে যায়।

গতকাল রোববার বিকেল ৫টার দিকে কৈখালী ফরেস্ট স্টেশনের দারগাং বড়খালে এ ঘটনা ঘটে। আবু হায়াত ঢালীর বাড়ি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামে।

টেংরাখালী গ্রামের বাবলু সানা জানান, নুর ইসলাম গাজী, আবু হায়াত ও তিনি বনবিভাগ থেকে অনুমতি নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। কৈখালী ফরেস্ট স্টেশনের দারগাং বড় খালের মধ্যে জ্বালানি জোগাড় করার জন্য নৌকা থেকে খালের পাশে ঢোকেন তারা। এ সময় হঠাৎ একটি বাঘ আবুর ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘ তাড়ানোর পর তারা আবুকে উদ্ধার করে উপকূলের দিকে রওনা হন। আজ সোমবার সকালে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি কর্মকর্তা রাজু ইসলাম জানান, আবুর শারীরিক অবস্থা ভালো আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ