প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৫
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সিলেট জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ও জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আহসান জাবুর।
৭ আগষ্ট রোজ বৃহস্পতিবার সংগঠনের প্রধান সমন্বয়ক বরাবর পদত্যাগপত্র দাখিল করেন তিনি। পদত্যাগপত্রের কপি শুক্রবার সাংবাদিকদের হাতে পৌঁছেছে। এ নিয়ে সিলেটে এনসিপি থেকে ৯ জন পদত্যাগ করলেন। পদত্যাগপত্রে জাবুর লিখেছেন— তিনি এনসিপির একজন সদস্য ও সিলেট জেলার জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী।
ব্যক্তিগত ও পারিবারিকভাবে ব্যস্ত থাকায় দলের কার্যক্রমে সময় দিতে পারছেন না। তাই স্বপদে বহাল থাকা নতুন রাজনৈতিক দলের বন্দোবস্তের মধ্যে পড়ে না। তাই স্বেচ্ছায় অব্যাহতি ও পদত্যাগ করার কথা উল্লেখ করেন তিনি। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জাবুর।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা বলা হলেও ৫ আগস্ট একজন জুলাইযোদ্ধার সাথে দুর্ব্যবহার করে তোপের মুখে পড়েন তিনি। পরের দিন এ ঘটনার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপে তা সমাধান হয় এবং তিনি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। এর পরদিনই তিনি এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, কমিটি ঘোষণার পর সম্প্রতি সিলেটে এনসিপি থেকে বারবার নেতাকর্মীদের পদত্যাগের ঘটনা ঘটছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাঙ্ক্ষিত পদ না পাওয়া, না জানিয়ে কমিটিতে রাখাসহ নানা কারণে তারা পদত্যাগ করেছেন। সুত্রঃ আমার দেশ অনলাইন
US BANGLA BARTA is proudly powered by WordPress