বাংলাদেশ খেলাফত মজলিসের পাটলী ইউনিয়ন শাখা পুনর্গঠন সম্পন্ন

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিসের পাটলী ইউনিয়ন শাখা পুনর্গঠন সম্পন্ন

 

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়ন শাখার মজলিসে শুরার অধিবেশন আজ ৪আগষ্ট রোজ সোমবার বিকাল ৪ ঘটিকায় স্থানীয় পাটলীতে ইউনিয়ন শাখার আহবায়ক মাওলানা আবদুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা ডা.মুহিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত শুরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা মুফতি আকমল হুসাইন, বিশেষ অতিথি ও নির্বাচন কমিশন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এম.সাইফুর রহমান সাজাওয়ার, বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা মামুন আহমদ,মাওলানা আজহার হুসাইন প্রমুখ।
শুরা অধিবেশনের শুরুতে কালামেপাক থেকে তেলাওয়াত করেন হাফিজ ইমরান হুসাইন।
উক্ত শুরায় সর্ব সম্মতি ক্রমে মাওলানা আব্দুল কুদ্দুস কে সভাপতি, ডা.মাওলানা মুহিবুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও হাফিজ আজহারুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পাটলী ইউনিয়ন শাখা পুনর্গঠন করা হয়।
সভা শেষে একঝাক তরুণ, যুবক, প্রবীণ মুরুব্বি সহ উলামায়ে কেরামগন বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।মুশাল দারে বৃষ্টি উপেক্ষা করে দ্বীনের দাওয়াতকে বুলন্দ করে আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম কে ত্বরান্বিত করতে আজকের শুরা অধিবেশনে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট।

এ সংক্রান্ত আরও সংবাদ