প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
লিওনেল মেসিদেরই অনুসরণ করল মাতিয়াস লুকুইক্সের দল। ফুটবলে সবশেষ কোপার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার ফুটসালেও লাতিন আমেরিকান চ্যাম্পিয়ন লা আলবিসেলেস্তেরা। কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে ব্রাজিল।
কোপা আমেরিকার ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে প্যারাগুয়েকে হারিয়ে তৃতীয় মহাদেশীয় শিরোপা জিতল আর্জেন্টিনা। রোববার ফাইনালে তারা জয় তুলে নেয় ১-০ গোলে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে তারা। এবার প্যারাগুয়েকে হারিয়ে উপমহাদেশীয় চ্যাম্পিয়ন হয়ে গেল আর্জেন্টিনা দল।
খেলার ১৯তম মিনিটে অ্যালান ব্র্যান্ডির গোলে স্বাগতিকদের বিপক্ষে এগিয়ে যায় দল। এটি আলবিসেলেস্তেদের ফুটসালে কোপার তৃতীয় শিরোপা। এর আগে ২০১৫ ও ২০০৩ সালে কোপার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা ফুটসাল দল।
গেল বছর ব্রাজিলের মাটিতে তাদের হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। জিতেছিল কোপা আমেরিকা। তার বছর না ঘুরতেই আরও একটা কোপা আমেরিকা পেয়ে গেল আলবিসেলেস্তেরা।
কোপার ফুটসালে এটি আর্জেন্টিনার তৃতীয় শিরোপা। বিশ্বকাপের বর্তমান রানার আপ তারা। তবে ব্রাজিলের ফুটবসাল দল কোপার শিরোপা জয়ে অনেক এগিয়ে। মোট ১০ বারের চ্যাম্পিয়ন তারা। প্যারাগুয়ে প্রথম ট্রফি জয়ের অপেক্ষায় ছিল। কিন্তু হতাশাই সঙ্গী হলো স্বাগতিকরা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest