বসতবাড়িতে বন্যহাতির তাণ্ডব, কর্মচারী নিহত

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২

বসতবাড়িতে বন্যহাতির তাণ্ডব, কর্মচারী নিহত

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ কক্সবাজারের চকরিয়ার লোকালয়ে বসতবাড়িতে বন্যহাতির তাণ্ডবে বন্যপ্রাণী সংরক্ষণ অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন। এ সময় ১০-১২টি বাড়ি ভাঙচুর করে ওই বন্যহাতি।

সোমবার সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছোট ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই কর্মচারীর নাম মোহাম্মদ আলী। তিনি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকার মো. আবদুস সালামের ছেলে।

জানা যায়, একটি বন্যহাতি লোকালয়ে ঢুকে বসতবাড়িতে তাণ্ডব চালায়। হাতিটিকে বনে ফেরানোর চেষ্টাকালে হাতির পায়ে পিষ্ট হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ অফিসের এক কর্মচারী আহত হন। লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পথেই তার মৃত্যু হয়।

নলবিলা বনবিটের বিট অফিসার অবনিক কুমার রায় বলেন, লোকালয়ে বন্যহাতি ঢুকে পড়ার খবর পেয়ে দ্রুত বন বিভাগের কয়েকটি দল ঘটনাস্থলে যায়। বসতবাড়িতে হাতির তাণ্ডবে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের এক কর্মী নিহত হয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ