সিলেটের শাবিপ্রবির নতুন ছাত্র উপদেষ্টা আমিনা পারভীন

প্রকাশিত: ৭:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২

সিলেটের শাবিপ্রবির নতুন ছাত্র উপদেষ্টা আমিনা পারভীন

 

স্টাফ রিপোর্টারঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর নতুন ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক এর দায়িত্ব পেয়েছেন আমিনা পারভীন।

৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহজালাল (রঃ) পণ্যভূমি দুটি পাতা একটি কুঁড়ির দেশ সিলেটের বুকে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসাবে দায়িত্ব পেয়েছেন সমাজকর্ম বিভাগ এর অধ্যাপক আমিনা পারভীন। প্রথম নারী হিসাবে তিনিই এই বিদ্যাপীঠে এই পদে নিয়োগ পেয়েছেন।

৬ ই ফেব্রুয়ারী রোজ রবিবার সন্ধ্যায় এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে শাবিপ্রবির রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল ইসলাম বলেন,  বর্তমান ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক  অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ শারীরিক ভাবে অসুস্থ থাকায় এ পদে অধ্যাপক আমিনা পারভীনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।তিনি আরো বলেন, দায়িত্ব গ্রহণ এর দিন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন অধ্যাপক আমিনা পারভীন।

এ সংক্রান্ত আরও সংবাদ