জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি- সালাহউদ্দিন

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫

জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি- সালাহউদ্দিন

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি। এছাড়া আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম একশন সোসাইটি, পাহাড়ি ছাত্র পরিষদ সহ অনেক সংগঠনের নেতারা।

জুলাই সনদ নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ নিয়ে কাজ চলছে তবে তা হচ্ছে খুব ধীরগতিতে। আমি জানি না এত ধীরগতির কাজ করে তারা সফল হবে কিনা ৷ ১২ ফেব্রুয়ারি আমরা আমাদের দলের পক্ষ থেকে একটি একটি খসড়া সনদ সরকারকে দিয়েছি। কিছুদিন আগে তারা আবার একটা রিফাইন্ড ভার্সন চেয়েছে, আমরা সেটাও দিয়েছি।

তিনি বলেন, আমরা জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেব। সংবিধানের চতুর্থ তফসিলে তার বর্ণনা থাকবে। যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার স্বীকৃতিও সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী। এসময় তিনি দাবি করেন ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে।সুত্রঃ উত্তরদক্ষিণ

এ সংক্রান্ত আরও সংবাদ