ফের ঢুকেছে ভারতের বন্য হাতির পাল, সুনামগঞ্জে আতঙ্ক

প্রকাশিত: ৩:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২

ফের ঢুকেছে ভারতের বন্য হাতির পাল, সুনামগঞ্জে আতঙ্ক

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের তারকাটা অতিক্রম করে আড়াই মাসের ব্যবধানে আবারও সীমান্ত অতিক্রম করে ভারতীয় ৬ টি বন্য হাতি বড়গোপ (বারেক)টিলায় অবস্থান নিয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে হাতিগুলোকে সীমান্ত এলাকায় দেখতে পান স্থানীয় লোকজন।

বিষয়টি বিজিবি ও বন বিভাগের লোকজন জানতে পেরে বন্য হাতিগুলোকে নিরাপদে সরিয়ে দিতে চেষ্টা করছে এবং স্থানীয় লোকজনকে সতর্ক থাকতে মাইকিং করা হচ্ছে।

স্হানীয়রা জানান, শনিবার রাত থেকেই হাতিগুলো টিলার ওপারে অবস্থান নিয়েছিল। ওপারের টিলার লোকজন হাতি তাড়াতে টিন বাজিয়ে উচ্চশব্দ তৈরি করায় এপারে এসে হাতিগুলো জঙ্গলের মধ্যে অবস্থান করছে। হাতি দেখার পর থেকে বিজিবি ও বন বিভাগের লোকজন বন্যহাতি থেকে সাধারণ মানুষকে নিরাপদ ও দূরে থাকার জন্য অনুরোধ জানিয়ে সীমান্ত এলাকায় মাইকিং করছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবীর বলেন, সীমান্তের চাঁনপুর এলাকার বিজিবির মাধ্যমে ভারত থেকে ছয়টি হাতি নেমে আসার খবর পেয়েছি।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, রবিবার ভোর রাতে সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় পাহাড়ের বন্য হাতিগুলো বড়গোপ টিলা এলাকায় ঢুকে পড়েছে বলে জানা গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগকে অবগত করা হয়েছে। বিজিবির সীমান্তের লোকজনকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করছে ও হাতিগুলোকে সরিয়ে দিতে বন বিভাগের লোকজনকে সহযোগিতা করছে।

উল্লেখ্য, গত বছরের ১৬ নভেম্বর রাতে একইভাবে সীমানা অতিক্রম করে ভারতের মেঘালয় পাহাড়ের চারটি বন্য হাতি অবস্থান নিয়েছিল।

এ সংক্রান্ত আরও সংবাদ