দেশের কোথাও ‘চরমোনাই’কে মাহফিল করতে দিবনা- ওয়ালামা দলের আহবায়ক

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

দেশের কোথাও ‘চরমোনাই’কে মাহফিল করতে দিবনা- ওয়ালামা দলের আহবায়ক

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
দেশের কোথাও চরমোনাইয়ের পীরকে মাহফিল করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা।
১৪ জুলাই রোজ সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দল কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
চরমোনাই পীরের উদ্দেশে কাজী মো. সেলিম রেজা বলেন, তোমার দাঁত দুইটা ভেঙেছে আওয়ামী লীগ। বাকিগুলো আমরা ভেঙে দিবো। বাংলার জমিনে কোথাও তোমাকে (পীর সাহেব) মাহফিল করতে দেবো না। আপনারা ভিক্ষা করে খান, ভিক্ষা করে চলেন, এতো সম্পদের মালিক কোথা থেকে হয়েছেন? ওলামা দল আপনাদের বিরুদ্ধে দুদকে মাললা করবে। সম্পত্তির হিসেব আপনাদেরকে দিতেই হবে।

তিনি আরো বলেন, বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে, সাবধানের সাথে অজু করে কথা বলবেন, বাংলাদেশ জাতীয় দলের বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, অস্থির কোনো বক্তব্য দেওয়া হয়, তাহলে আমরা বরদাস্ত করবো না। আমাদের চেয়ারম্যান সাহেব যদি হুকুম দেয় তাহলে আপনাদের জিহ্বা টেনে ছিঁড়বো।সুত্রঃ আমার দেশ অনলাইন

এ সংক্রান্ত আরও সংবাদ