প্রকাশিত: ৩:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ সারাদেশে চলছে ব্যাপক ভোট উৎসব। স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ইউনিয়ন পরিষদ নির্বাচন মানে উৎসব। অবশ্য কিছু কিছু সহিংসতার ঘটনাও ঘটে। এবার সারাদেশে দফায় দফায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারবাহিকতায় সপ্তম দফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সোমবার ( ৭ ফেব্রুয়ারি )। সিলেট বিভাগের ৮ উপজেলাসহ এই ধাপে সারাদেশে মোট ১৩৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এই ৮ইউনিয়নের মধ্যে ৭টিই হাওরাঞ্চলখ্যাত সুনামগঞ্জ জেলার। একটি সিলেট জেলার। সুনামগঞ্জের ইউনিয়নগুলোর অবস্থান আবার তাহিরপুর উপজেলায়।
এ উপজেলার শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, বাদাঘাট, তাহিরপুর সদর ও বালিজুরী ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। শেষ হবে বিকেল ৪টায়।
সিলেটের একমাত্র জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে এই ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এবারও অন্যান্য বছরের মতো উৎসবমুখর পরিবেশেই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সহিংসতার ঘটনা ঘটলেও তা নির্বাচনে তেমন একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest