কুলাউড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত: ৩:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২

কুলাউড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

নিজস্ব প্রতিনিধিঃ কুলাউড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

রোববার বিকালে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের লোহাইউনি চা বাগান এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের পাওয়ার গ্রিড কোম্পানির টেকনিশিয়ান মো. বুলবুল মজুমদার (৪০) ও মালি ফখর উদ্দিন মোল্লা (৩০)। বুলবুল মজুমদারের বাড়ি কুমিল্লা জেলায় ও ফখর উদ্দিন মোল্লা বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় নাসিরনগর থানার দরমণ্ডল গ্রামে

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুলবুল মজুমদার ও মালি ফখর উদ্দিন মোল্লা মোটরসাইকেল নিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার যাচ্ছিলেন। লোহাইউনি চা বাগানের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কুলাউড়াগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

খবর কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত ২ মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, লাশ কুলাউড়া থানায় আছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ