ভোটের আগের রাতে মারা গেলেন নৌকার চেয়ারম্যান প্রার্থী

প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২

ভোটের আগের রাতে মারা গেলেন নৌকার চেয়ারম্যান প্রার্থী

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ কুমিল্লায় ভোটের আগের রাতে মারা গেলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুল। রবিবার রাত ৯টার সময় হার্ট অ্যাটাকে মারা যান তিনি। তিনি দেবিদ্বারের ভানী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আজ সোমবার অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা আশিক-উন-নবী।তিনি জানান, আমি শুনেছি তিনি কুমিল্লার একটি হাসপাতালে মারা গেছেন। এ বিষয়ে বিস্তারিত বলতে পারছি না।

দেবিদ্বার উপজেলার নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন জানান, নুরুজ্জামানের ডেথ সার্টিফিকেট এখনো হাতে পাইনি। যদি হাতে পাই, তাহলে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ