প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২৫
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গণতন্ত্রের ভিত্তি রচনা করার জন্য যদি বিএনপি এগিয়ে আসে, বিএনপি যদি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব রকম উদ্যোগ গ্রহণ করে ইনশাআল্লাহ ভবিষেৎ এই বাংলাদেশে গণতন্ত্রের ভীত শক্তিশালী হবে। বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালিযুক্ত হয়ে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন। ৪৫ মিনিটের বক্তব্যে তিনি বলেন, গত ১৫ বছরে আমাদের ৭শত বেশি সহকর্মী জীবন উৎসর্গ করেছে, হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন পঙ্গুত্ব বরণ করছে। বহু নেতাকর্মী তাদের বহুজনকে হারিয়েছে, বহু অত্যাচারীত নির্যাতিত হয়েছে। আজকের এই কাউন্সিলের কাউন্সিলরসহ বহু নেতাকর্মী ডেলিগেট রয়েছেন, এখানে কেউ একটি মিথ্যা মামলা ছাড়া নেই যেগুলো বিগত পতিত পলাতক সরকারের সময় দায়ের করা হয়। এত ত্যাগ ও তিতীক্ষার পর আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে ধাবিত হচ্ছি এই গণতন্ত্রকে যদি শক্ত ভীতের ওপর প্রতিষ্ঠিত করতে হয় তবে সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে বিএনপিকে।
তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, দেশের সকল মানুষ, রাজনৈতিক দল এটা স্বীকার করবে, বড় হবার আবার সমস্যাও রয়েছে। সংসারের যেমন বড় ভাইকে কিন্তু অনেক ছাড় দিতে হয়, মেনে নিতে হয় অনেক কিছু। বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বও সবচেয়ে বেশি। সবচেয়ে বড় রাজনৈতিক দলের সদস্য হিসেবে দেশের মানুষের প্রতি দেশের প্রতি। বিগত ১৫ বছর এবং তারও আগে বিভিন্ন সময় যখনই হুমকীর মুখে পড়েছে বাংলাদেশর মানুষের গণতন্ত্রের অধিকার তখনই কিন্তু বিএনপি স্বোচ্ছার হয়েছে বিএনপি রাজপথে নেমে এসেছে। নেতাকর্মীর মাধ্যমে জনগণকে সংগঠিত করছে এবং ধীরে ধীরে রাজপথে গড়ে তুলেছে আন্দোলন জনগণকে সাথে নিয়ে।তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান উল্লেখ করে বলেন, আমাদের সবচেয়ে বড় গৌরবের বিষয় হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দায়িত্ব পান দেশের মানুষের কাছ থেকে তার আগে এদেশের রাজনীতিতে ছিল বাকশাল। তখন সকল রাজনৈতিক দল ছিল নিষিদ্ধ একটি মাত্র দল ছাড়া, চারটি সংবাদপত্র ছাড়া সকল সংবাদপত্র ছিল নিষিদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্র শুরু করেন এটা আমাদের গৌরবের বিষয়।
তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্র্তীকালীন সরকার, রিফরম বা দেশের রাজনীতিত সংস্কারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগগুলোর মধ্যে অনেক গুলো বিষয় আছে, বাংলাদেশে স্বৈরাচারের সময় সবচেয়ে প্রথম সংস্কারের প্রস্তাব আমরাই দিয়েছিলাম। বিভিন্ন বিষয় যেই বিষয়গুলো নিয়ে যে রিফরমের চেষ্টা করা হচ্ছে এই গুলো প্রস্তাব নিয়ে আজকে থেকে আড়াই বছর আগে আমরাই এই প্রস্তাব দিয়েছিলাম দেশের মানুষের সামনে। বহুদলের সাথে সরকারের গঠিত রিফরম কমিটি যারা বিএনপিকে যেমন ডেকেছে অন্য দলগুলোকে ডেকেছে। সব দলের সাথে আমাদের রাজনৈতিক আদর্শ এক বা একই রকম তা নয়। তাদের নিজস্ব নিজস্ব, আদর্শ ও লক্ষ্য উদ্দেশ্য আছে, আমাদেরও আদর্শ লক্ষ্য উদ্দেশ্য আছে। তাদের অনেকের সাথে আমাদের পার্থক্য আছে। কিন্তু আপনারা দেখেছেন কিছু কিছু পত্রিকা কিছুু কিছু নিউজ মিডিয়া হয়তো বলার চেষ্টা করছে যে রিফরম কমিটি বিএনপি মানছে না। কিন্তু বাস্তব সত্যি হলো যেটা গতকাল আপনারা দেখেছেন পহেলা জুলাইয়ের যে অনুষ্ঠান শুরু হয়েছে তা সকল দলের। আমরা মনে করি ৫ আগস্ট স্বৈরাচার যে পলাতক হয়েছে যে আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলনে শুধু বিএনপি না অন্য রাজনৈতিক দল সহ সমাজের প্রত্যেকটা মানুষের অবদান রয়েছে। সে কারণেই আমরা সকল রাজনৈতিক দলসহ বিভিন্ন মানুষ নিয়ে গতকাল অনুষ্ঠান করেছি, সেখানে আমাদের দলের নয় অন্য দলের নেতৃবৃন্দ যারা রিফরম কমিটিতে যান আলোচনা করেন, তারা তাদের অবস্থান থেকে বলেছেন বিএনপি অনেক বিষয়ে অনেক ছাড় দিয়েছি। কারণ আমরা অনেক বিষয়ে কেন অনেক ছাড় দিয়েছি, কারণ আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি দেশের ১২ কোটি ৫০ লাখের অধিকাংশ ভোটার আমাদের পক্ষে রায় দেবেন। সেজন্য আমরা যদি কোনো কিছু ছাড় দেই তাতে কিছু আসে যায় না।
স্থানীয় ব্যায়ামাগার মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সম্মেলনে ও সদস্য সচিব স্নোহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় বক্তব্য ও উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুল হক নান্নু, মো. দুলাল হোসেন সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সদস্য মো. হাসান মামুনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন ১৫১১ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এদিকে এই সম্মেলনকে কেন্দ্র করে দীর্ঘ ১৭ বছর পরে পটুয়াখালী জেলা শহর বিএনপি নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। শহরকে সাজানো হয় বর্ণিল সাজে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest