প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত একটি জুসের প্যাকেট থেকে ২২টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক কাস্টমস কর্মকর্তার। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের ২ ও ৩ নম্বর লাগজে বেল্টের কাছে চেয়ারের নিচে একটি পরিত্যক্ত একটি জুসের প্যাকেট পায় প্রিভেন্টিভ দল। পরবর্তীতে জুসের প্যাকেটটি স্ক্যান করলে ভেতরে স্বর্ণের অস্তিত্ব টের পাওয়া যায়। জুসের প্যাকেটটি খুলে ১১৬ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বার পাওয়া যায়।
উদ্ধার করা বারগুলোর মোট ওজন ২ কেজি ৫৫২ গ্রাম। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি কাস্টম কর্মকর্তারা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest