বাংলাদেশ থেকে গৃহকর্মী নেবে সৌদি আরব

প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২

বাংলাদেশ থেকে গৃহকর্মী নেবে সৌদি আরব

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ বাংলাদেশসহ আটটি দেশ থেকে শিগগিরই গৃহকর্মী নেবে সৌদি আরব।

দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ আল হামিদ বলেছেন, নতুন আট দেশ থেকে গৃহকর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে আরও আটটি দেশ থেকেও গৃহকর্মী নেওয়ার অনুমতি ছিল। খবর সৌদি গেজেটের।

বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন, নাইজার, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মৌরিতানিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, উজবেকিস্তান, কম্বোডিয়া, মালি ও কেনিয়া থেকেও গৃহকর্মী নিয়োগ করবে দেশটি।

এ সংক্রান্ত আরও সংবাদ