কলকলিয়া বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভায় ১১ জনের মধ‍্যে ৭ জন অনুপস্থিত

প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৫

কলকলিয়া বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভায় ১১ জনের মধ‍্যে ৭ জন অনুপস্থিত

ডেস্ক রিপোর্টঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে ২০শে জুন রোজ শুক্রবার বিকালে স্থানীয় কলকলিয়া বাজারস্থ দলীয় কার্যালয়ে আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভাটি পরিচিতি সভা হলেও তা পরিচিতি সভা বলা যাচ্ছে না কারন, সভায় সদ‍্য ঘোষিত ১১ সদস‍্যের কমিটির ৭ জনই অনুপস্থিত ছিলেন।

অনুপস্থিত সদস‍্যদের সাথে কথা বলে জানা যায়,সদ‍্য ঘোষিত কমিটির আহ্বায়ক জনাব আনিসুর রহমান তুতিকে আহ্বায়ক হিসাবে অনুপস্থিত সদস‍্যরা আহ্বায়ক হিসাবে মানতে রাজি নন। তাই তারা বিভিন্ন অযুহাতে এই সভায় অনুপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা ছিল তৃনমূলের ভোটে আহ্বায়ক কমিটি নির্বাচন করা হবে। কিন্তু অভিযোগ আছে জগন্নাথপুর উপজেলার প্রত‍্যেকটি আহ্বায়ক কমিটি  তৃনমূলের আশানুরূপ হয়নি। তৃনমূল কর্মীরা হতাশ, তাঁদের আশা  বিএনপির উর্ধ্বতন কতৃপক্ষ এ বিষয়টি খতিয়ে দেখবেন।

জগন্নাথপুরের বিভিন্ন ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতা কর্মীদের সাথে কথা বলে জানা যায়, সদ‍্য ঘোষিত কমিটি ঘোষনার পর পর অনেক ইউনিয়ন বিএনপিতে বিভক্তির সৃষ্টি হয়েছে যা কলকলিয়া বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভাতেই তা দৃষ‍্যমান। আর এর প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরবে বলে অনেকেরই ধারনা।

এ সংক্রান্ত আরও সংবাদ