প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, খুব শিগগিরই আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা দেখতে পাবো। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খল ভাবে এগিয়ে চলাচলের জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে আহবান জানান তিনি।
২৯ মে রোজ বৃহস্পতিবার রাজধানীর ইন্জিনিয়ারিং ইনিস্টিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে তিনি এই আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, প্রতিবছর এই দিনটিতে আমাদের পরিবারে আসে বেদনার স্মৃতি হিসেবে। এই দিনে শুধু আমাদের পরিবার নয় বরং সমগ্র দেশ হয়ে ওঠে অবিভাবকহীন। আমাদের মাতৃভূমির জন্মের সাথে জড়িয়ে থাকা এই অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে এই দেশের সাথে নাম অভিচ্ছেদ্য করেছেন। আবার সেই চট্টগ্রামে একসজন সফল সৎ নির্লোভ প্রেসিডেন্ট জীবন উৎসর্গ করেছেন।
খালেদা জিয়া বলেন, গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র, বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতার ও নিজস্ব জাতীয়তাবাদের রূপকার শহীদ জিয়া। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বোভৌমত্ব রক্ষার লড়াইয়ে জীবন উৎসর্গ করেছেন সেই গণতন্ত্র নিরবিচ্ছিন্ন যাত্রা আজও প্রতি পদে পদে বাধাগস্ত হচ্ছে। খুব শিগগিরই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃ প্রতিষ্ঠায় দেখতে পাবো। সুত্রঃ দৈনিক আমার দেশ
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest