জগন্নাথপুরে তারুণ্যের সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫

জগন্নাথপুরে তারুণ্যের সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ

হুমায়ূন কবীর ফরীদি ##

সৈয়দ তালহা আলম এর সমর্থনে জগন্নাথপুরের তরুন সমাজের ব্যানারে তারুণ্যের সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
জগন্নাথপুর -শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ – ৩ আসনে আগামী সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী সৈয়দ তালহা আলম এর সমর্থনে জগন্নাথপুরের তরুণ সমাজ এর ব্যানারে ১৮ই মে রোজ রবিবার বিকাল ৪ঘটিকার সময় এক বিশাল মিছিল জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে ফিরে এসে পথসভায় মিলিত হয়। জগন্নাথপুর উপজেলা শাখা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সেক্রেটারি এরশাদ খান আল হাবিব এর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (মুফতী ওয়াক্কাস) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম।
আরো বক্তব্য রাখেন, বাহুবল -হবিগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা নাজিম উদ্দীন আদনান, সুনামগঞ্জ জেলা শাখা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুব বিষয়ক সম্পাদক এম শাহীনুর রহমান শাহীন, জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সহসাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের মেম্বার খুরশেদ আলম ও শান্তিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সেক্রেটারি এম আব্দল হাফিজ। পথসভা শেষে সৈয়দ তালহা আলম এর নেতৃত্বে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেছেন তরুণ সমাজ।
এসময় তরুন ও প্রবীন দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ