প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ করো’নার টিকাদানে সিলেট পিছিয়ে রয়েছে বলে জনিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অ’তিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা উন্নয়ন) প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। টিকা গ্রহীতার সংখ্যা বাড়াতে স্বাস্থ্য কর্মক’র্তাদের নিজ নিজ এলাকার পরিস্থিতি অনুযায়ী নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতেও বলেছেন তিনি।

সিলেটে দুই দিনব্যাপী কোভিড-১৯ টিকাদানের সিলেট বিভাগীয় রিভিউ মিটিংয়ের শেষদিনে তিনি এ কথা বলেন। রিভিউ মিটিংয়ের দ্বিতীয় দিন বৃহস্পতিবারের সভায় সিলেট ও মৌলভীবাজার জে’লার স্বাস্থ্য বিভাগের কর্মক’র্তারা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়।
মেডিকেল অফিসার ডা. সিধু সিংহের সঞ্চালনায় ইউএসআইডি ও সেভ দ্য চিলড্রেন সহযোগিতায় সভায় বক্তব্য রাখেন- এমএনসিঅ্যান্ড, এইচ স্বাস্থ্য অধিদফতর মহাখালী ঢাকা পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক, প্রোগ্রাম ম্যানেজার ইপিআই ডা. মওলা বক্স চৌধুরী, স্বাস্থ্য অধিদফদতরের এমআই’এস প্রতিনিধি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাজেন্দ্র জোহারা, ডা. আরতি শ্রীকৃষ্ণ সিং, ইউনিসেফ প্রতিনিধি ডা. জুসি মেরিনা অধিকারী, প্যাথ বাংলাদেশ প্রতিনিধি ডা. কা’মাল মেহেদী, এমএনসিএসপি সেইভ দ্য চিলড্রেন প্রতিনিধি ডা. মো. খায়রুল আলম ও সিলেট বিভাগের সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. নূরে আলম শামীম প্রমুখ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest