ওসমানী হাসপাতালের নতুন পরিচালক ব্রি. জে. ডা. মাহবুবুর রহমান

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২২

ওসমানী হাসপাতালের নতুন পরিচালক ব্রি. জে. ডা. মাহবুবুর রহমান

সিলেট প্রতিনিধিঃ  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া। তিনি বিগ্রেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদারের স্থলাভিষিক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে ওসমানীতে যোগদান করেন।

বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া মিশনে ছিলেন। মিশন থেকে এসে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দায়িত্বরত ছিলেন। গত ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে পদোন্নতি দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে বদলি করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ